গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ শুরু

গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ শুরু

প্রথম নিউজ, ঢাকা : সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহালের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণসমাবেশ শুরু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই গণসমাবেশ শুরু হয়। এর আগে, বিকেল সাড়ে ৩টা থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে গণ-সমাবেশে আসতে শুরু করেন।

গণসমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) যুগ্ম আহ্বায়ক তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্বয়ক ইমরান ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।