গাজীপুরে গোয়ালঘর থেকে ৯ দুধেল গাভী চুরি
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাংনাহাটী মোল্লাপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যক্তির গোয়ালঘরে থাকা ৯টি দুধেল গাভীর সবগুলো চুরি হয়ে গেছে। এতে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন গাভীগুলোর মালিক হেলাল উদ্দিন মোল্লা। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাংনাহাটী মোল্লাপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। হেলাল উদ্দিন মোল্লা জানান, চোরের দল কৌশলে গোয়ালঘরের তালা কেটে পিকআপ ভ্যানে করে গরুগুলো নিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তিনি পুলিশকে চুরির বিষয়টি জানান।
তিনি বলেন, 'গাভীর দুধ বিক্রির টাকা দিয়েই আমার সংসার চলত। এখন কীভাবে চলব জানি না।' এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, 'অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও গরু উদ্ধারে তৎপরতা চলছে।'
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews