গাজীপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
মিছিলটি গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুলের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
প্রথম নিউজ, গাজীপুর: অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) তারা এ মিছিল বের করে।
মিছিলটি গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুলের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কৃষক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি আ ন ম ইব্রাহিম খলিল চেয়ারম্যান, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। পরে মিছিলকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।