খুলনায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ৮ হেভিওয়েট কাউন্সিলরদের মধ্যে ৫জনই হেরেছেন

বিএনপি’র ভোট ব্যাংক বলে খ্যাত এসব এলাকায় বিগত দিনে আওয়ামীলীগ কখনই জিততে পারেনি। 

খুলনায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ৮ হেভিওয়েট কাউন্সিলরদের মধ্যে ৫জনই হেরেছেন

প্রথম নিউজ, খুলনা: ১২ জুন (সোমবার) খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ৮ হেভিওয়েট কাউন্সলর প্রার্থী এবার নির্বাচনে পরাজিত হয়েছেন। বিএনপি’র ভোট ব্যাংক বলে খ্যাত এসব এলাকায় বিগত দিনে আওয়ামীলীগ কখনই জিততে পারেনি। 
২০১৯ সালে খুলনা সিটি কর্পোরেশনের বিএনপি দলীয় ৮জন ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, খুলনার রাজনীতিতে বিএনপি’র ভোট ব্যাংক বলে খ্যাত এসব ওয়ার্ডে স্থানীয় ও জাতীয় নির্বাচনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে নিয়ামক হিসেবে কাজ করে।

সর্বশক্তি নিয়েও আওয়ামী লীগ বার বার পরাজিত হয় এ এসব বিষয় মাথায় নিয়ে বিভিন্ন প্রলোভন ও চাপ প্রয়োগ এসব ওয়ার্ড কাউন্সিলরদের দলে ভিড়ায়।
সূত্রটি জানায়, আওয়ামী লীগে যোদানকারী কাউন্সিলররা হলেন, ২ নং ওয়ার্ডের একাধিকবার বিজয়ী মো: সাইফল ইসলাম, ৬ নং ওয়ার্ডের শামসুদ্দিন প্রিন্স, ৭ নং ওয়ার্ডের তিনবারের বিজয়ী সুলতান মাহমুদ পিন্টু, ৮ নং ওয়ার্ডে ডালিম হাওলাদার, ১২ নং ওয়ার্ডে ২ বারের কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৬ নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর মো: আনিছুর রহমান বিশ্বাস, ১৭ নং ওয়ার্ডের ৬বারের নির্বাচিত কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ ও ২০ নং ওয়ার্ডের ৫বারের নির্বাচিত কাউন্সিলর শেখ গাউসুল আযম। এর মধ্যে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুদ্দিন প্রিন্স, ১৭ নং ওয়ার্ডের শেখ হাফিজুর রহমান হাফিজ ও ২০ নং ওয়ার্ডের শেখ গাউসুল আযম ছাড়া বাকীরা হেরে গেছেন।