খুলনায় গ্রেফতারকৃত নেতাদের বাড়িতে  বিএনপি নেতা বকুলের সহায়তা প্রদান

খুলনায় গ্রেফতারকৃত নেতাদের বাড়িতে  বিএনপি নেতা বকুলের সহায়তা প্রদান

প্রথম নিউজ, খুলনা : খুলনার জনসমাবেশে পুলিশি হামলায় গ্রেফতারকৃত নেতৃবৃন্দের পিসিতে নগদ অর্থ ও গুলিবিদ্ধ নেতা-কর্মীদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রেরণ করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
গত ১৯মে বিএনপির দশ দফা দাবি আদায়ের চলমান কর্মসূচিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ জনসমাবেশে পুলিশি হামলায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের জন্য দ্বিতীয় দফায় জেলখানায় পিসিতে নগদ অর্থ এবং ঐ দিন পুলিশের নির্বিচার গুলিতে মারাতœকভাবে আহত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। 
আজ সোমবার ২৯মে সকালে পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া খুলনা মহানগর ও জেলা বিএনপির কারাবরণকারী ৭৮জন নেতা-কর্মীর পিসিতে (প্রিজনারস ক্যান্টিন) দ্বিতীয় দিনের মত প্রেরণ করেন খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এরপর খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন পুলিশের গুলিতে আহত খুলনা মহানগরীর ৫থানার বিএনপি নেতাকর্মীদের বাড়িতে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল প্রেরিত নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসুন প্রভৃতি পৌছে দেন। অনুরুপভাবে খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমির এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিও জেলা বিএনপির আহত নেতৃবৃন্দের বাড়িতে এসব দ্রব্যাদি নিয়ে যান এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এসময় আহত ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তৃণমূলের নেতা-কর্মীদের বিপদে আপদে তাদের পাশে থাকার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত ২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই খুলনায় দলীয় নেতা-কর্মীদের সকল সমস্যায় তিনি তাদের পাশে থেকেছেন। যা এখনো তিনি অব্যাহত রেখেছেন। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে এম শফিকুল আলম নান্নু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবির, জেলা বিএনপি নেতা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, গাজী জাকির, মাসুম আলম চৌধুরী, সাজ্জাত প্রমুখ।