খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খুলনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সকালে দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগী পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে

খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রথম নিউজ, খুলনা : খুলনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সকালে দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগী পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এছাড়া তিনজন আহত হয়েছেন। 

বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার(৩৫) মাছ ধরার সময়, কাকড়া বুনিয়ার আজিজুল শেখ (৬১) মাটি কাটতে গিয়ে এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ (৬০) মারা গেছেন।

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ শাহিনুল ইসলাম সংবাদ পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে দাকোপ তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখসহ ৩ জন একসঙ্গে মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে আজিজুল শেখ মারা যায়। তবে অন্যদের কোন সমস্যা হয়নি।


অপরদিকে সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডলসহ চার থেকে পাঁচজন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিলেন। আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডল মৃত্যবরণ করে। এসময় একই এলাকার আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা আহত হন।

আর বটবুনিয়া এলাকায় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে খোরশেদ শেখ মারা গেছেন।

দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন গাজীর ছেলে সাইফুল ইসলাম বলেন, বজ্রপাতে আজিজুল শেখ মারা গেছেন। বাকিরা সুস্থ রয়েছেন।