খালেদা জিয়ার শারীরিক অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো নয়: চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের 'নিবিড় পর্যবেক্ষণে' রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো নয়: চিকিৎসক

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের 'নিবিড় পর্যবেক্ষণে' রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। 'চিকিৎসকরাও তাকে প্রতিদিন পর্যবেক্ষণ করছেন।'

জাহিদ জানান, তার অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার উপযুক্ত নয়। কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তাও অনিশ্চিত। তিনি জানান, মেডিকেল টেস্টের জন্য ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর থেকে একটি মেডিকেল টিম নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছে।