খালেদা জিয়ার বিচার ও চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে রেখেছে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড বিএনপির নেতা হামিদুল নাসিরের পাঠানো এক চিঠির জবাবে এ কথা বলেছেন আইরিশ ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। 

খালেদা জিয়ার বিচার ও চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে রেখেছে আয়ারল্যান্ড

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারকার্য নিয়ে সচেতন রয়েছে আয়ারল্যান্ড। ঢাকায় ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি। আয়ারল্যান্ড বিএনপির নেতা হামিদুল নাসিরের পাঠানো এক চিঠির জবাবে এ কথা বলেছেন আইরিশ ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন। 

আইরিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি লরেন ক্রিস্টিয়ান তার হয়ে হামিদুল নাসিরের ওই চিঠির জবাব দেন। এতে তিনি আরও বলেন, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আইরিশ দূতাবাস বাংলাদেশের জন্যেও স্বীকৃত। তারা বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে। চিঠিতে বলা হয়, জাতিসংঘের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) প্রক্রিয়ার মাধ্যমে এবং নিজস্ব উদ্যোগেও আয়ারল্যান্ড বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।