খালেদা জিয়াকে সিসিইউ নেয়া হয়েছে: মির্জা ফখরুল

আজ মঙ্গলবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

খালেদা জিয়াকে সিসিইউ নেয়া হয়েছে: মির্জা ফখরুল

প্রথম নিউজ, ঢাকা: বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ... অত্যন্ত অসুস্থ। বার বার আমরা বলছি, আপনারা শূনছেন, চিকিতসকরা বলেছেন। গতরাতে আবার উনাকে সিসিইউতে নিতে হয়েছে এবং সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। এখনো তিনি সিসিইউতে আছেন। সকালে চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, ম্যাডাম বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন।

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা্, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ভোগছেন এই নেত্রী।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন,  অবস্থান অবণতি হলে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ম্যাডামকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সিসিইউতে নেয়া হয়েছে।”

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার চিকিতসা কার্য্ক্রম সার্বক্ষনিক তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ।

ইতিমধ্যে সম্প্রতি মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে বলেছে যে, বেগম খালেদা জিয়ার চিকিতসা দেশে সম্ভব নয়, তাকে দ্রুত বিদেশে উন্নত চিকিতসা কেন্দ্রে নিয়ে চিকিতসা না দিতে পারলে তার জীবন ঝুঁকি রয়েছে।কারণ বেগম খালেদা জিয়া দুরোগ্য লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছে। তার লিভার প্রতিস্থাপন জরুরী হয়ে পড়েছে।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য অনুমতি চে্য়ে সরকারের কাছে তার ছোট ভাই শামীম ইস্কান্দার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে।