খালেদা জিয়াকে নিয়ে এবার গান গাইলেন মার্কিন শিল্পী লিজি টেইলর

খালেদা জিয়াকে নিয়ে এবার গান গাইলেন মার্কিন শিল্পী লিজি টেইলর

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী লিজি টেইলর। খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গানটিতে খালেদা জিয়ার জীবনের নানা সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে মার্কিন সঙ্গীত শিল্পী জেসিকা নিনা, এমিলি এন্ডারসন, স্প্যানিশ সঙ্গীত শিল্পী অলিভিয়া রোস, কানাডিয়ান শিল্পী যারওয়ে ডি ও ডায়ান, ইতালীয় শিল্পী কেলসহ বিভিন্ন দেশের শিল্পীদের গান পরিবেশন করেছে ওই সংগঠনটি।

তিনি জানান, খালেদা জিয়া নিয়ে বিভিন্ন সময় গান গেয়েছেন পোলান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া, অস্ট্রেলিয়ান শিল্পী এড্রিনাসহ বেশ কয়েকজন বিদেশি শিল্পী। নিচের লিঙ্কে ক্লিক করুন 

https://www.youtube.com/watch?v=https://www.youtube.com/watch?v=jRWhLnIL_ZQ&t=17sjRWhLnIL_ZQ&t=17s