খাতুনগঞ্জ অভিমুখে ক্যাবের পদযাত্রা
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ বাজার খাতুনগঞ্জ অভিমুখে এ পদযাত্রা কর্মসূচি পালন করে সংগঠনটি।
প্রথম নিউজ, ঢাকা: এবার পেয়াঁজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকটের হোতাদের শাস্তির দাবিতে খাতুনগঞ্জ অভিমুখে পদযাত্রা করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ বাজার খাতুনগঞ্জ অভিমুখে এ পদযাত্রা কর্মসূচি পালন করে সংগঠনটি।
পদযাত্রা কর্মসূচিতে ক্যাব নেতৃবৃন্দ অভিযোগ করেন, আইন প্রয়োগে শিথিলতা ও স্থানীয় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ের কারনে কতিপয় অসাধু ব্যবসায়ী বারবার পেয়াঁজসহ নিত্যপণ্যের বাজারে মজুত ও অতিমুনাফাসহ নানা কারসাজি করছেন। ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ভোক্তাদের পকেট কাটছে। ব্যবসায়ীরা পেয়াঁজ, আলু, আদা-মসলা, স্যালাইন, ডাবের মতো পণ্য নিয়ে কারসাজি করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। আবার আইন প্রয়োগে চেহারা ও রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেওয়ার কারনে আইনের স্বাভাবিক গতি বারবার ব্যহত হচ্ছে। যার কারনে পুরো বছর জুড়ে কোন না কোন পণ্যের কৃত্রিম সংকট লেগেই থাকে।
আর সংকট হলেই প্রশাসন লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করেন। যার কারনে বানিজ্য মন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার বাজার তদারকিতে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিলেও সেগুলো কাগজে কলমেই থেকে যাচ্ছে। মাঠ পর্যায়ে তার কোন সুফল আসছে না।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহনগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় পদযাত্রায় সংহতি জানান ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, ক্যাব সদরঘাটের শাহীন চৌধুরী, ক্যাব পাঁচলইশের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রশিকার গীতা রানী দত্ত, ক্যাব জামালখানের সালাহউদ্দীন, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব চকবাজারের আবদুল আলীম, তৃণমূল জনসংগঠনের আবুদল মোতালেব মাস্টার, ক্যাব যুব গ্রুপের রাসেল উদ্দীন, মোহাম্মদ রায়হান, নিলয় বিশ্বাস, আবরারুল করিম নেহাল, আশফাকুর রহমান, খালেদ সাইফুল্লাহ, রাইসুল ইসলাম, আরাফাত চৌধুরী, সালমান রুশদি, সাইমন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কোন কারন ছাড়াই কিছু দিন পরপর বৈধ আমদানির ছাড়পত্র, এলসি খোলার কাগজপত্র ছাড়া আমদানিকারকের কমিশন এজেন্ট, আড়তদাররা পেঁয়াজসহ ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। তাই এখন সময় এসেছে জনগনকে সংগঠিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা।