কয়রায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষের গর্ভে
আজ রোববার সকালে ভাঙন শুরু হয়। দুপুরের মধ্যে জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
প্রথম নিউজ, খুলনা: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদের গর্ভে গেছে। আজ রোববার সকালে ভাঙন শুরু হয়। দুপুরের মধ্যে জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙে গেছে। ওয়াবদায় বেড়িবাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদীভাঙনে বাঁধ ভেঙে গেছে। ফলে জোয়ারের সময় বেদকাশি ইউনিয়নের ১৪টি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার বলেন, ভোর ৪টার দিকে চরামুখা খালের এক পাশের রাস্তা ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘ দিন ধরে নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা আবারও প্লাবিত হতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews