ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সময় শেষ : মান্না

ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সময় শেষ : মান্না
ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সময় শেষ : মান্না

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার নানা রকম হুমকি দিচ্ছে। এসব হুমকি দিয়ে জনগণের প্রতিরোধ আন্দোলন দমানো যাবে না। ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সময় শেষ।’ শনিবার নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ‘সারাদেশে বিরোধী দলের সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করেছে। জনগণ এবার রাজধানী দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। জনবিচ্ছিন্ন সরকার পুলিশ দিয়ে ৯ ডিসেম্বর থেকেই পল্টন দখলের ঘোষণা করেছে। কিন্তু যে জনস্রোত তৈরি হয়েছে, তা ঠেকানোর ক্ষমতা কারো নেই। এখন প্রয়োজন আপোষহীন নেতৃত্বের।’

স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণের সকল আন্দোলনে সমর্থন জানিয়ে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন চাই। একইসাথে আমরা চাই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর হোক। যেন নতুন করে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সরকার পতন এবং রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করছি। জনগণের জন্য একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন দরকার সকল বিরোধী শক্তির যুগপৎ লড়াই।

সরকারি দলের প্রতি হুঁশিয়ারি জানিয়ে মান্না বলেন, কোনো পাহারা বসিয়ে গণঅভ্যুত্থান ঠেকাতে পারবেন না। পুলিশ আর দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের দিন শেষ। এখন কোনো আপষকামিতার সময় নয়; এখন ভয় পাবার সময় নয়। এখন সময় জনগণের। এখন সময় পরিবর্তনকামী ও গণতন্ত্রকামী মানুষের। কর্মীসভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাবসহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom