কুষ্টিয়ায় ট্রাক চাপায় বিদেশ যাওয়ার স্বপ্ন থমকে গেল যুবকের!
হাসানুল কবির নাজির কুষ্টিয়া,৩মে ২০২৩।। বিদেশ যাওয়ার স্বপ্ন থমকে গেল ট্রাক চাপায় নিহত হুসাইনের
প্রথম নিউজ, কুষ্টিয়া : হাসানুল কবির নাজির কুষ্টিয়া,৩মে ২০২৩।। বিদেশ যাওয়ার স্বপ্ন থমকে গেল ট্রাক চাপায় নিহত হুসাইনের। গতকাল কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় মৃত্যু হয় এই যুবকের। বিকেল সাড়ে চারটায় মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হুসাইন আহমেদ(১৯)। সে আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের খানপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।
নিহত হুসাইনের মামা আব্দুল কুদ্দুস জানান, সে অঞ্জনগাছি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তবে ফ্লাইটের ডেট কিছুদিন দেরী হওয়ায় সকালে মিরপুর জিয়ারোডে এক বাড়িতে রাজমিস্ত্রির কাজে যায়। পরে সে তার পেশাগত কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে মেহেরপুর থেকে ছেড়ে আসা মালবাহী এক ট্রাকের চাপা পড়ে মৃত্যুবরণ করে। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো ট ১১-১৮৯৫।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান-ইতিমধ্যে ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।