কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, কুষ্টিয়া প্রতিনিধি, নতুন বোনকে দেখতে বাবার সাথে স্থানীয় হাসপাতালে এসে ৯ বছর বয়সী হাবিবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার চা বিক্রেতা হাসান আলীর মেয়ে ও একই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সে।