কৃষি সম্প্রসারণের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক মো: হাফিজুল ইসলাম বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন

কৃষি সম্প্রসারণের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
কৃষি সম্প্রসারণের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম নিউজ, ঢাকা : কৃষি অফিস বা হর্টিকালচার সেন্টার থেকে অর্থ বরাদ্দের ভুয়া চাহিদাপত্র ও অনুমোদন এবং যন্ত্রাংশ ক্রয়ের নামে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক মো: হাফিজুল ইসলাম বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগ জানায়, দুই মামলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলামকে আসামি করা হয়েছে। প্রথম মামলার আসামিরা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) মো: আবুল হাশিম, সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরীফুল ইসলাম, সাবেক নার্সারি তত্ত্বাবধায়ক কাজী নুরুল আবছার, কক্সবাজারের টেকনাফের উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং একই অফিসের ক্যাশিয়ার ফিরোজ খান। অপর মামলায় সৈয়দ শরীফুল ইসলাম ছাড়া অন্য আসামিরা হলেন, ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টোরকিপার মো: অলিউল্লাহ প্রধান, সিনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা নাফিসা সরকার, প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল হাসেম এবং ক্যাশিয়ার (প্রশাসন ও অর্থ উইং) মো: জাহিদ হাসান।

প্রথম মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির প্রতারণার মাধ্যমে একক স্বাক্ষরে ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আওতাধীন বিভিন্ন উপজেলা কৃষি অফিস বা হর্টিকালচার সেন্টারের নামে মোট পাঁচ কোটি ৩২ লাখ সাত হাজার ৮৫ টাকার বিশেষ অর্থ বরাদ্দ প্রদান করা হয়। এরপর বরাদ্দ করা বিশেষ অর্থসংশ্লিষ্ট অর্থনৈতিক কোডগুলোর আওতায় ব্যয় দেখিয়ে বিল পাস করে আত্মসাৎ করেন তারা। দুদকের অনুসন্ধানে কৃষি অফিস বা হর্টিকালচার সেন্টার থেকে অর্থ বরাদ্দের চাহিদাপত্র ও অনুমোদনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ অর্থবছরে যথাক্রমে ১২ লাখ ২০ হাজার টাকা এবং ৪৩ লাখ ৭১ হাজার টাকাসহ মোট ৫৫ লাখ ৯১ হাজার টাকা ভুয়া বিল ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছে আসামিরা। কম্পিউটার-সামগ্রী, সরঞ্জাম, যন্ত্রাংশ ক্রয় না করা সত্ত্বেও স্টক রেজিস্টারে এন্ট্রি দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেন তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom