কিশোরগঞ্জ রেলস্টেশনে ভিআইপি রুমে স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে স্টেশনের মূল ভবনের দু’তলার ভিআইপি রুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে রেলওয়ে থানার পুলিশের হাতে তুলে দেন।
ঘটনায় অভিযুক্ত স্টেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান সাগর (২৮) পলাতক রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে অভিযুক্ত সাগর মেয়েটিকে বন্ধুর কেক কাটার কথা বলে ডেকে আনে। পরে ওই কিশোরীকে রেলস্টেশনের ভিআইপি রুমের বাথরুমে আটকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সাগর জানালা দিয়ে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার জয়নাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুল হাসান সাগর চতুর্থ শ্রেণির একজন কর্মচারী। সিসিটিভির ফুটেজ দেখে তার অপকর্মের প্রমাণ মিলেছে। ইতোমধ্যে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ধর্ষনের ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে রেলওয়ে থানায় রাতেই মামলা দায়ের করেছেন। আসামি সাগরকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।