কি‌শোরগ‌ঞ্জে ছোট ভাই‌কে হত্যার দা‌য়ে বড় ভাই‌য়ের মৃত্যুদণ্ড

কি‌শোরগ‌ঞ্জে ছোট ভাই‌কে হত্যার দা‌য়ে বড় ভাই‌য়ের মৃত্যুদণ্ড

প্রথম নিউজ, কি‌শোরগ‌ঞ্জ : কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদীতে ছোট ভাই‌কে হত্যার দা‌য়ে বড় ভাই‌ নজরুল ইসলাম বিপ্লব‌কে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তা‌কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদা‌য়ে আরও ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন ‌সোমবার (৬ নভেম্বর) দুপু‌রে মামলার একমাত্র আসা‌মির উপ‌স্থি‌তি‌তে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসা‌মি নিজরুল ইসলাম বিপ্লব (৪৫) ক‌টিয়াদী উপ‌জেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের হাজী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধীদের জের ধরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মাসুদ উজ জামানকে (৪০) কু‌পি‌য়ে হত্যা করেন বড় ভাই নজরুল ইসলাম বিপ্লব।

এ ঘটনায় নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে ২২ এপ্রিল ক‌টিয়াদী ম‌ডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ৮ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানা পুলিশের পরিদর্শক নুর ইসলাম। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার রায় ঘোষণা ক‌রেন।

রাষ্ট্রপক্ষে অ্যাড‌ভো‌কেট হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে লুৎফর রশিদ রানা মামলা‌টি প‌রিচালনা ক‌রেন।