কিশোর গ্যাংয়ের হাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুন
দক্ষিণখান কসাইবাড়ী রেলগেট সংলগ্ন বটতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ি বটতলা এলাকায় দুই হাজার টাকা পাওনা আদায়ে কথা কাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোসাব্বির হোসেন সিফাত নামে একজনকে খুন করা হয়েছে। জানা গেছে, টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে মোসাব্বির হোসেন (২৬) নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
দক্ষিণখান কসাইবাড়ী রেলগেট সংলগ্ন বটতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দক্ষিণখানের জালাল উদ্দিন আহমেদ সরণি সড়কের ১৫নং আমিন ভিলার মোতালেব হোসেন ও মোছা. নাসরিন দম্পতির একমাত্র ছেলে ছিলেন।
নিহতের বন্ধু আশিক হোসেন বলেন, মোসাব্বির হোসেনের এলাকার ছোট ভাই জাবেদ ওই এলাকার নোমান, সিফাত, হিমু, লতিফ, আকাশদের কাছে ২০ হাজার টাকার মতো পাবে। ওই টাকা নিয়ে জাবেদের সঙ্গে ওদের কথা কাটাকাটি হয়েছে। পরে ওদের গ্যাঞ্জাম মীমাংসা করতে গেলে মোসাব্বিরকে ওরা ছুরিকাঘাত করে। ওকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মারা যায়।
অপর বন্ধু রুবায়েত বলেন, টাকাপয়সা নিয়ে কথা কাটাকাটির সময় গাওয়াইর এলাকার নোমান, সিফাত, হিমু, আকাশসহ ওদের ৪০-৫০ জন ছিল। পরে ওরা মোসাব্বিরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ নিয়ে যাওয়া দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আন্নান উল আলম বলেন, এক বন্ধু আরেক বন্ধুর কাছে দুই হাজার টাকা পেত। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে চাকু মারলে মোসাব্বির মারা যান।
দক্ষিণখান থানার ওসি তদন্ত ইয়াসিন গাজী বলেন, খুনের বিষয় নিয়ে আসামিদের গ্রেফতার করার কাজ চলছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।