কেশবপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
প্রথম নিউজ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ও ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাক আহমেদের আর্থিক সহযোগীতায় মহান স্বাধীনতর ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মঙ্গলকোটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আলী মোল্লার সভাপতিত্বে ইউনিয়নের মঙ্গলকোট নতুন ব্রিজের মাথায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবির সুমন, থানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস।
থানা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাক আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ আলী, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান, শামীমুজ্জামান, রফিকুল ইসলাম, থানা যুবদল নেতা আলমগীর ছিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাহ আলম মোড়ল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, থানা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, ছাত্রদল নেতা অহিদুজ্জামান অন্তু, আলীমুজ্জামান রাসেল, রাহাতুল ইসলাম সুজন প্রমূখসহ অনেকে।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান।। এ সময় ওই ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।