কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে ডিএনসিসির তদারকি টিম
আজ রোববার (১৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম নিউজ, ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের আওতাধীন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ২৪ সদস্যের তদারকি টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রোববার (১৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান এই ২৪ সদস্যের তদারকি টিম গঠন করে অফিস আদেশ জারি করেছেন।
সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানিয়েছেন, এই তদারকি টিম ঈদের দিন থেকে পরবর্তী দুই দিন ডিএনসিসির সকল ওয়ার্ডের বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবে। আর এই ২৪ সদস্যের তদারকি টিমে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ উল ইসলাম।
জানা গেছে, বাকি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান ডিএনসিসির ১৮, ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডে তদারকির কাজ করবেন। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমান ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সমাজ কল্যাণ কর্মকর্তা মুজাহিদ আল সাফিদ, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সহকারী প্রকৌশলী ফজলে রাব্বি, ২, ৩ ,৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী প্রকৌশলী হালিম মিয়াকে, ১ ও ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী মেইনটেনন্স ইঞ্জিনিয়ার যুবরাজ সরকারকে, ৩৯,৪০ ও ৪৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে উপ সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিনকে। একইভাবে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের জন্য বিভিন্ন কর্মকর্তাদের আলাদাভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।