করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের ৯০ লাখ মানুষের শহরে লকডাউন
ওমিক্রন ভ্যারিয়েন্টে মঙ্গলবার কমপক্ষে চার হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর রাতারাতি চীনের একটি শিল্প নগরী লকডাউন করা হয়েছে
প্রথম নিউজ, অনলািইন ডেস্ক : ওমিক্রন ভ্যারিয়েন্টে মঙ্গলবার কমপক্ষে চার হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর রাতারাতি চীনের একটি শিল্প নগরী লকডাউন করা হয়েছে। সেখানে বসবাস করেন কমপক্ষে ৯০ লাখ মানুষ। এ খবর দিয়ে অনলাইন চ্যানেল নিউজ এশিয়া বলছে, দেশজুড়ে মঙ্গলবার চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৭০ জন। বেশির ভাগই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে। সোমবার দিনের শেষে লিয়াওনিং প্রদেশের শেনিংয়াং শহরে লকডাউন করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে দ্রুততার সঙ্গে ভাইরাসের ক্লাস্টার বা গুচ্ছকে তাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ জন্য গণহারে পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন শহরে লকডাউন দেয়া হয়েছে। কমপক্ষে এক বছরের মধ্যে শনিবার সেখানে করোনা ভাইরাসে দু’জন মারা যাওয়ার রিপোর্ট করা হয়েছে। চীন হলো বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। করোনা ভাইরাস সংক্রমণ ও এর ফলে দেয়া লকডাউনে বিশ্বের অন্যান্য স্থানের মতো সেখানকার অর্থনীতিতেও সঙ্কট দেখা দিয়েছে। তা যখন কর্তৃপক্ষ কাটিয়ে উঠতে চেষ্টা করছে, তখন নতুন করে লকডাউন দেয়ায় প্রবৃদ্ধি নিয়ে ঝুঁকির কথা বলা হচ্ছে। গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারীতে চীনের অর্থনীতির যে ক্ষতি তা সর্বনি¤œ পর্যায়ে নিয়ে আসার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি কর্মকর্তাদের জিরো-কোভিড এর দিকে তার দেশকে কঠোরভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানান। শেনিংয়াং শিল্প শহরে মঙ্গলবার আক্রান্ত হয়েছেন নতুন করে ৪৭ জন। এই শিল্প শহরেই বিখ্যাত গাড়ি বিএমডব্লিউয়ের কারখানা অবস্থিত। অধিবাসীদেরকে ৪৮ ঘন্টার করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া বাড়ির বাইরে বেরুতে বারণ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews