কারাতে ব্ল্যাক বেল্ট ও ড্যান পরীক্ষায় ১২ বিজয়ী

কারাতে ব্ল্যাক বেল্ট ও ড্যান পরীক্ষায় ১২ বিজয়ী

প্রথম নিউজ, ঢাকা :কারাতে ব্ল্যাক বেল্ট ১ম ও ২য় ড্যান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জিমনেশিয়ামে কোয়ো কারাতে-দো কাউন্সিল কারাতে ব্ল্যাক বেল্ট প্রথম এবং  দ্বিতীয় ড্যান পরীক্ষার আয়োজন করে। 


পরীক্ষায় ১২ জন কারাত প্রশিক্ষণার্থী তাদের কারাতে যাত্রায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর মধ্যে ৭ জন তাদের প্রথম ড্যান নিশ্চিত করে বিজয়ী হয়েছে।

বিজয়ীরা হলেন, মাহিম মনির অর্ণব, মাহবুব রব্বানী সাকিফ, তাশরিফ উজ জামান, মাহবুব সোবহানী সামি, রাবেয়া আক্তার মাইশা, শায়লা শবনম এবং প্রকাশ সরকার।  একইভাবে পাঁচজন প্রশিক্ষণার্থী তাদের ২য় ড্যান অর্জন করে বিজয়ী হয়েছেন।


তারা হলেন, হাসানুজ্জামান হীরা, মহিউদ্দিন বাবুল, রাজিকুল ইসলাম খান, হাফসা রাবিয়া নেওয়াজ ও তানজিলা আক্তার মিম। পরীক্ষাগুলো তত্ত্বাবধান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো. আলমগীর হোসেন, প্রশিক্ষক সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন এবং প্রশিক্ষক গোলাম জাকির মিয়া।

সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান এবং রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, এ ইভেন্টটি কেবল কারাতে অনুশীলনকারীদের নিবেদন এবং দক্ষতাকে হাইলাইট করেনি বরং কোয়ো কারাতে-ডো সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতি ক্রমাগত প্রতিশ্রুতিও তুলে ধরেছে। ।