কানে হেডফোন, ট্রেনে কাটা পড়লেন যুবক

কানে হেডফোন লাগিয়ে দিনাজপুর চিরিরবন্দরের রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়লেন যুবক
কানে হেডফোন, ট্রেনে কাটা পড়লেন যুবক

প্রথম নিউজ, দিনাজপুর : কানে হেডফোন লাগিয়ে দিনাজপুর চিরিরবন্দরের রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে। মৃত রশিদুল ইসলাম মহিষমারি গ্রামের আবুল কালাম আজদের ছেলে।


স্থানীয়রা জানায়, রশিদুল কানে হেডফোন লাগিয়ে নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে পঞ্চগড়গামী কাঞ্চন ট্রেনটি আসছিল। ট্রেন হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি রশিদুল। ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সুরতহালের পর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: