কূটনীতিকপাড়ায় বাড়তি নিরাপত্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মনে করেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাই ওই দিন কূটনীতিকপাড়ায় বাড়তি নিরাপত্তার প্রয়োজন হবে না। আজ মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিমত দেন। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বিভিন্ন মহল। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার তাদের ভ্রমণ সতর্কতামূলক হালনাগাদ বার্তায় বাংলাদেশ সফররত সে দেশের নাগরিকদের রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এ নিয়ে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা মনে করি না এটি নিয়ে বিরাট কোনো কিছু হবে। এটি নিয়ে আমরা চিন্তিত নই।’
যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কবার্তার বিষয়ে জানতে চাইলে বিরক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের ঢং আগে কম ছিল। এখন বেড়ে গেছে মনে হয়। এটা শুধু গণমাধ্যমেই দেখি। আপনাদের এত সন্দেহ কিসের!’ কূটনীতিকপাড়ায় ১০ ডিসেম্বর বাড়তি নিরাপত্তার জন্য বলা হবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘না আমরা বলার কোনো কারণ দেখি না। ১০ তারিখে বিরাট কিছু হয়ে যাবে এমনটা মনে করি না। আপনারা মিডিয়ারাই এটা নিয়ে খুব চিন্তিত। এটা মিডিয়ার ইস্যু। তাকে জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? সে (যুক্তরাজ্যের হাইকমিশনার) কিসের ভিত্তিতে করেছে তাকেই জিজ্ঞেস করেন। তাঁর দেশে হয়তো ইদানীং অভাব–টভাব বেশি হয়তো এ কারণে…’
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews