কে এই মাস্টারমাইন্ড, তাকে ধরিয়ে দিন : সোহেল তাজ

কে এই মাস্টারমাইন্ড, তাকে ধরিয়ে দিন : সোহেল তাজ

প্রথম নিউজ, অনলাইন:  একপ্রকার সতর্কবার্তামূলক ফেসবুক পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশের রাজনীতিবিদ সোহেল তাজ। তার শেয়ার করা পোস্টের শুরুতেই লেখা ‘কে এই মাস্টারমাইন্ড? তাকে ধরিয়ে দিন’। 

প্রথমেই তিনি লিখেছেন, নষ্টামি, ভণ্ডামি, নোংরামি ও কূটকৌশল অবলম্বনকারী, সকল ন্যক্কারজনক শয়তানি ও কুকর্মের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী - এই মাস্টারমাইন্ড।

আরো কিছু বিষয় উল্লেখ করে তিনি লিখেছেন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মূল হোতা - এই মাস্টারমাইন্ড।
ন্যায়বিচার ও আইনের শাসন বিলুপ্তকারী- এই মাস্টারমাইন্ড। গণতন্ত্র, নির্বাচনী পদ্ধতি ও মানুষের ভোটাধিকার ধ্বংসকারী- এই মাস্টারমাইন্ড।

দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাউয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ তার পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শবিচ্যুত লুটেরা খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।