ওবায়দুল কাদের দেশে ফিরছেন আজ

আজ সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে। গত ১৬ই সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের দেশে ফিরছেন আজ

প্রথম নিউজ, অনলাইন: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার দেশে ফিরবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে আজ সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে। গত ১৬ই সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।