ঐতিহাসিক ব্লু মসজিদ খুলে দিলেন এরদোগান

শুক্রবার তিনি এ মসজিদ নতুন করে খুলে দেন।

ঐতিহাসিক ব্লু মসজিদ খুলে দিলেন এরদোগান

প্রথম নিউজ, ডেস্ক : ৫ বছর বন্ধ থাকার পর ইস্তানবুলের ঐতিহাসিক ব্লু মসজিদ খুলে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।শুক্রবার তিনি এ মসজিদ নতুন করে খুলে দেন। ২০১৮ সালের পর থেকে মসজিদটি বন্ধ ছিল।মসজিদটি খুলে দেওয়ার সময় এরদোগান বলেন, এটি ইস্তানবুলের সেৌন্দর্যের প্রতীক।