এবার যে কর্মসূচি দিল বিএনপি
শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম নিউজ, ঢাকা: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ দশ সাংগঠনিক বিভাগীয় সদরে সমাবেশ করেছে বিএনপি। সমমনা দলগুলোও একযুগে এই কর্মসূচি পালন করেছে। বিভাগীয় সমাবেশের পর এবার ইউনিয়ন পর্যায়ে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।’ কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকায় কখন পদযাত্রা হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’
‘সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেফতার, নেতাকর্মীদের মুক্তি এবং গ্যাস, বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা’ দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ফখরুল বলেন, এবার আমাদের কর্মসূচি হবে ইউনিয়ন পর্যায়ে। এরপর উপজেলা, জেলা, মহানগর, সর্বশেষ কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচি দিয়ে জনগণকে নিয়ে তাদের ক্ষমতার মসনদ দখল করে নেব।
তিনি বলেন, ‘আজকের সমাবেশে মাধ্যমে জনগণ আবারো প্রমাণ করেছে তারা এখন একটি দাবিতে আন্দোলন করছে, সেটা হলো এই সরকারের পদত্যাগ।’‘আজ বাংলাদেশ লুটেরা দেশে পরিণত হয়েছে’ মন্তব্য করে ফখরুল বলেন, ‘আর সেটার নেতৃত্বে আছে আওয়ামী লীগ।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: