এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে কিশোরগ্যাংয়ের হাতে তরুণ খুন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে কিশোরগ্যাংয়ের হাতে তরুণ খুন

প্রথম  নিউজ, নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে নাহিদ (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।

রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত নাহিদের ভাই নাঈম জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ নিতে ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন নাহিদ। এ সময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ একাধিক সন্ত্রাসী তাকে ধাওয়া করে। দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। একপর্যায়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবানো হয় তাকে। এলাকাবাসীর সহায়তায় নাহিদকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।