এইচএসসি ও সমমান পরীক্ষা প্রথম দিনেই পরীক্ষা দেয়নি ৫৫২২ জন, বহিষ্কার ৪

এইচএসসি ও সমমান পরীক্ষা প্রথম দিনেই পরীক্ষা দেয়নি ৫৫২২ জন, বহিষ্কার ৪

প্রথম নিউজ, ঢাকা : এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৮ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের দায়ে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আজ সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।