উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পাঁচলিয়াতে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী শান্তনা খাতুন (২৮) নিহত হয়েছে।

উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত
উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত

প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পাঁচলিয়াতে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী শান্তনা খাতুন (২৮) নিহত হয়েছে। শুক্রবার সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়া গ্রামের আব্দুল মাজের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছে।

টনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেলে করে আব্দুল মাজেদ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে শান্তনা বেগম ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানায়, লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom