‘উনারা আমাদের গিনিপিগ মনে করেন, যা খুশি তাই করাবে’

বইল্যা দিয়েন, তৈমূর আলম খন্দকার এক কথার লোক।

‘উনারা আমাদের গিনিপিগ মনে করেন, যা খুশি তাই করাবে’

প্রথম নিউজ, অনলাইন: তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। যেখানে মোবাইলে তাকে অন্য কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই ভিডিওতে বিএনপির এই সাবেক নেতাকে বলতে শোনা যায়- ‘না, আমি ৫-এ কিনবো না। প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলেছি, যা বলার বলেছি। এ অবস্থায় আমি কথার পরিবর্তন করবো না। নিশ্চয় গাজী থেকে উনারা বায়াস্টড হইয়া উনারা এ কথাগুলা বলতাছে। ওখানে আপনার সামনে তো যার সাথে কথা বলা দরকার কথা বলা হয়েছে, উনাকে আমি বলেছি। আমি কথা পরিবর্তন করবো না। উনারা আমাদের গিনিপিগ মনে করে, যা খুশি আমাদের দ্বারা করাবে। তা হবে না, তা হবে না। 

বইল্যা দিয়েন, তৈমূর আলম খন্দকার এক কথার লোক। আপনার সামনে যার সাথে কথা বলার বলে এসেছি, কথাটা উনি বলুক। যার সামনে আমি বলে এসেছি যে আমি রূপগঞ্জ থেকে করবো। তার সামনে আবার দেখা করাক, তার সামনে আবার কথা পাল্টাই। আপনি জানাই দিয়েন, আল্লাহর কাছে ছাড়া কারও সামনে মাথা নত করার অভ্যাস নেই আমার।’’ যোগাযোগ করা হলে তৈমূর আলম খন্দকার স্বীকার করেন যে কথাগুলো তার। তবে ফোনের অপরপ্রান্তে কে ছিলেন তা তিনি বলতে রাজি হননি।