উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোবারক হোসেন, মো. তানভীর হোসেন ও মো. তুষার আলী। 

শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অবস্থান করছে খবরের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোবারক, তানভীর ও তুষারকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে এসেছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom