উত্তরপ্রদেশে তীব্র তাপপ্রবাহ, গত দুই দিনে মৃত ৩৪
শনিবার এ তথ্য দিয়েছে রাজ্য প্রশাসন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: উত্তর প্রদেশের বালিয়া জেলায় তীব্র দাবদাহে গত দুই দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য দিয়েছে রাজ্য প্রশাসন। এই অবস্থায় ৬০ বছরের বেশি বয়স্ক মানুষদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দাবদাহে মারা যাওয়া মানুষদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি। স্থানীয় প্রধান মেডিক্যাল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, এদের মধ্যে ২৩ জন মারা গেছেন বৃহস্পতিবার ও শুক্রবারে ১১ জন। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অধিকাংশেরই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়রিয়ায়।