উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় মেলেনি। তিনি ১৯নং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা দুষ্কৃতকারীরা আধিপত্য বিস্তার করতে এ ঘটনা ঘটিয়েছে। মাদক পাচার ও অস্ত্র পাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে হত্যা করছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews