ইলিশ ধরার দায়ে বরিশালে ১৬ জেলে কারাগারে

দণ্ডপ্রাপ্ত জেলেদের আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

ইলিশ ধরার দায়ে বরিশালে ১৬ জেলে কারাগারে

প্রথম নিউজ,বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা ও এর শাখা নদীতে ইলিশ ধরার দায়ে আটক ১৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জেলেদের আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুর রহমান, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, শাহাবউদ্দিন হাওলাদার, জাকির হোসেন বেপারী, ইসমাইল সরদার, হুমায়ন কবির, নাসির দর্জি, নুরনবী বেপারী, দিদার হোসেন আকন, মহসিন সিকদার, সুজন হাওলাদার, নোমান রাঢ়ী, বিপ্লব মাঝি, আবু ছায়েদ মাল ও রিয়াজ বেপারী। 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদার বলেন, ‌‘মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেঘনা এবং এর শাখা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। তাদের আটককালে ২২ লাখ মিটার জাল ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ১৬ জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। তিন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং হতদরিদ্রদের ইলিশ বিতরণ করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom