ইমরান খানের ওপর হামলা সাজানো নাটক: মাওলানা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলা
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনাকে সাজানো নাটক বলে আখ্যায়িত করেছেন দেশটির আরেক বিরোধী দলের নেকা মাওলানা ফজলুর রহমান।
পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান রোববারের এক সংবাদ সম্মেলনে এ হামলার ঘটনাকে ‘নাটক’ হিসেবে অভিহিত করে বলেন, ‘অভিনয়ে ইমরান খান শাহরুখ ও সালমান খানকেও ছাড়িয়ে গেছেন।’ খবর দ্যা ডনের।
মাওলানা ফজলুর রহমান বলেন, প্রথম দিকে আমি ওয়াজিরাবাদে লংমার্চে হামলার কথা শুনে ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে— এটি একটি নাটক ছিল।
এ কারণেই পিডিএমপ্রধান গত ৩ নভেম্বর পিটিআইয়ের লংমার্চে হামলার ‘সঠিক তদন্ত’ করার আহ্বান জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews