ইউক্রেনকে আড়াই বিলিয়ন পাউন্ডের সহায়তা প্যাকেজে যা দেবে যুক্তরাজ্য

শুক্রবার রুশ আক্রমণের পর সবচেয়ে বড় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ইউক্রেনকে আড়াই বিলিয়ন পাউন্ডের সহায়তা প্যাকেজে যা দেবে যুক্তরাজ্য

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনকে আড়াই বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। আগামী অর্থবছর এপ্রিল থেকে এর কার্যক্রম শুরু হবে। শুক্রবার রুশ আক্রমণের পর সবচেয়ে বড় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সামরিক সহায়তার নমুনা উল্লেখ করে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ও আর্টিলারি শেল সরবরাহ করা হবে। বলা হয়েছে, ড্রোনের জন্য প্রায় দুই হাজার লাখ পাউন্ড ব্যয় করা হবে, যার বেশিরভাগই যুক্তরাজ্যে তৈরি করা হবে।

ইউক্রেনের জন্য ঘোষণা করা সামরিক প্যাকেজের পরিমাণ উল্লেখ করে কর্মকর্তারা বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়া যেকোনো দেশের তুলনায় এই প্যাকেজ বড়। এটি সবচেয়ে বেশি ড্রোন সরবরাহের প্যাকেজ।

২০২২ সালের নভেম্বর মাসে ইউক্রেন সফরে গিয়ে একটি বড় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, ইউক্রেনের দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য একটি নতুন চুক্তি করা হবে। এই চুক্তিতে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র থাকবে।