ইউক্রেনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আটক

যুদ্ধকবলিত দেশটিতে এটাই হলো দুর্নীতি বিরোধী সর্বোচ্চ পর্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ইউক্রেনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আটক

প্রথম নিউজ, অনলাইন: দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আটক করেছে ইউক্রেন। যুদ্ধকবলিত দেশটিতে এটাই হলো দুর্নীতি বিরোধী সর্বোচ্চ পর্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতে চায় ইউক্রেন। এ জন্য গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণে জোর দিয়েছে। রাশিয়া আগ্রাসন চালানো সত্ত্বেও সেখানে দুর্নীতির বিরুদ্ধে দ্বিগুন তৎপরতা চালাচ্ছে কিয়েভ।

মঙ্গলবার স্পেশালাইজড এন্টি-করাপশন প্রসিকিউটর অফিসের প্রসিকিউটর ওলেকসান্দার ওমেলচেঙ্কো বলেছেন, সন্দেহজনক ঘুষ গ্রহণের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারককে আটক করা হয়েছে। তবে তিনি ওই বিচারকের নাম প্রকাশ করেননি। তাৎক্ষণিকভাবে ওই বিচারকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।