আশুলিয়ায় বাসে আগুন, বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা
প্রথম নিউজ, সাভার : সাভারের আশুলিয়ায় বাস ও অটোরিকশায় ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটকের কোনো খবর পাওয়া যায় নি।
রোববার (৩০ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন ও নূর আলম মিঞা।
পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার নিরিবিলি এলাকায় কয়েকটি বাসে ভাঙচুর ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন আশুলিয়ার রসায়ন মোড় এলাকায় আরও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি ও বাসের চালক আরেকটি মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিরিবিলি এলাকার অগ্নিসংযোগের ঘটনায় বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বাদি হয়ে ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।
অপরদিকে আশুলিয়া বাজার এলাকায় আরেকটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, নিরিবিলি এলাকায় বাস ও আশুলিয়া বাজার এলাকায় একটি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। দুই মামলায় অর্ধ শতাধিক বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও আসামি রয়েছে।