আলিয়ার বিয়েতে কল্কির সঙ্গে দেখা অনুরাগের
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ২০১৫ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন অনুরাগ ও কল্কি কেকলা। বিচ্ছেদের পরও সৌজন্য বজায় রেখেছেন তারা। তাই কন্যার বিয়েতে আমন্ত্রিত তিনি। সেখানেই সাবেক স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পরিচালকের। অনেক দিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন অনুরাগকন্যা আলিয়া কাশ্যপ। কন্যার বিয়ে নিয়ে উত্তেজিত পরিচালকও। আর এ বিয়েতেই ফের সাবেক স্ত্রীর সঙ্গে দেখা হলো। প্রাকবিবাহ অনুষ্ঠান থেকেই হাজির ছিলেন কল্কি কেকলা।
আলিয়ার বিয়েতেও বিশেষ সাজে উপস্থিত তিনি। সবুজ রঙের কো-অর্ড সেট বেছে নিয়েছেন কল্কি। সেই পোশাকে ধুতির কায়দায় পরা স্কার্ট নজর কেড়েছে নেটিজেনদের। পোশাকের সঙ্গে মানানসই চুল বেঁধেছেন তিনি। চুলের খোঁপা সাজিয়েছেন ফুল দিয়ে। বিয়ের আসরের বাইরে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
বুধবার রাজকীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগ। ইতোমধ্যে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। হালকা গোলাপি রঙের একটি লেহেঙ্গা বেছে নিয়েছেন আলিয়া তার বিশেষ দিনের জন্য। অন্যদিকে শেন গ্রেগ পরেছেন একটি সোনালি রঙের শেরওয়ানি। কনের বাবা অনুরাগও পরেছেন সোনালি রঙের শেরওয়ানি। মেয়ের প্রাকবিবাহ অনুষ্ঠানে পরিচালককে নাচতেও দেখা গেছে।
গত সপ্তাহ থেকে শুরু হয়েছে অনুরাগকন্যার প্রাকবিবাহ অনুষ্ঠান। গায়ে হলুদের ছবি নিজেই প্রকাশ করেছিলেন পরিচালক। বর-কনে দুজনেই এদিন রঙ মিলিয়ে হলুদ পোশাক বেছে নিয়েছিলেন। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন খুশি কাপুর ও তাঁর চর্চিত প্রেমিক তথা অভিনেতা বেদাঙ্গ রায়না। বিয়ের প্রায় প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত পরিচালক ইমতিয়াজ আলি ও তার কন্যাও।
উল্লেখ্য, গত বছর বালিতে গিয়ে অনুরাগকন্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পেশায় উদ্যোক্তা শেন গ্রেগ।