আমি মুখ খুললে সরকারের অসুবিধা হয়ে যাবে: নজিবুল বশর

সোমবার রাতে ফটিকছড়িতে শাহসুফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমি মুখ খুললে সরকারের অসুবিধা হয়ে যাবে: নজিবুল বশর
আমি মুখ খুললে সরকারের অসুবিধা হয়ে যাবে: নজিবুল বশর

প্রথম নিউজ, চট্টগ্রাম: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করায় সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। একইসঙ্গে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমার মুখ খোলাবেন না। আমি মুখ খুললে অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদের সাথে (আওয়ামী লীগ) আছি, আমাকে সাইজ করার চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন। সোমবার রাতে ফটিকছড়িতে শাহসুফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হঠাৎ করে সরকারের বিপক্ষে তার এমন বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।

নজিবুল বশর মাইজভান্ডারি  বলেন,  আমি ১৪ দলীয় জোটে আছি এবং থাকবো। ওরা এখনও নজিবুল বশর কি তা চিনে নাই। আমার জন্য অনেকে কথা বলবে। বিএনপিকে ঘরে ঢুকানো সম্ভব, কিন্তু নজিবুল বশর মাইজভান্ডারীকে না। দুদক কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ৩৯ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে টাকা জমা দিয়ে দিলে কি আর টাকা আত্মসাত থাকে? ওই মামলায় ৬৫ কোটি টাকা যা জমা হয়েছে দুদক তা গোপন করেছে।  দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চিনে নাই। দুই ছেলে সহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উল্টো দুদকের বিরুদ্ধে রিট করার ঘোষণা দিয়ে  তিনি বলেন, আমি দুদকের বিরুদ্ধে রিট করবো। দুদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো কারণ আমরা পরিষ্কার। 

আমি এবং আমার ছেলের জন্য মাইজভান্ডার দরবার শরীফ কলঙ্কিত হবে তার চেয়ে মরে যাওয়ায় ভালো। তিনি বলেন, দুদক মাইজভান্ডার ও তরিকত বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমার সিট আমি ঠিক করি। সরকারও জানে। কওমির সঙ্গে সরকারের গণ্ডগোল, আমি সরকারকে সহযোগিতা করেছি। আগামী নির্বাচনেও আমি এখান থেকে এমপি নির্বাচিত হবো। আমি ভেসে আসি নাই। মাইজভান্ডারের দিকে যারাই অসৎ উদ্দেশ্য হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। এর আগে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নজিবুল বশর মাইজভান্ডারির ছেলে তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও তার ভাই সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ জনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  গত (১৯ ফেব্রুয়ারি)  রবিবার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, রাজনীতিতে রহস্যময় পুরুষ বলে পরিচত সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পরিবারের সবাই তরীকতভিত্তিক সংগঠনে জড়িত  থাকলেও তিনি শুরুতেই যুক্ত হন আওয়ামী লীগে। পরে যোগ দেন বিএনপিতে। তিনি আওয়ামী লীগ থেকে একবার, বিএনপি থেকে একবার  ও তরীকত ফেডারেশনের প্রার্থী হয়ে টানা দুইবার ফটিকছড়ি থেকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: