আপুরা আমাকে একা পেলে এসে গাল টিপে দিতো: বুবলী
পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। প্রত্যেক সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা যেন পরম মমতায় পালন করে থাকেন মা।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। প্রত্যেক সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা যেন পরম মমতায় পালন করে থাকেন মা। সন্তানের স্বপ্নপূরণের নিরলস প্রচেষ্টায় সবসময় পাশে থাকেন মা। এমনই একজন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর মা জেসমিন আক্তার।
রবিবার (১৪ মে) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সন্মাননা ২০২৩’ তুলে দেওয়া হয় শবনম বুবলীর মায়ের হাতে। তাদের হাতে এই সম্মাননা তুলে দেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম। এ সময় শবনম বুবলী ও তার মা আরটিভি নিউজের সঙ্গে কথা বলেন।
বুবলী বলেন, ‘এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এখন পর্যন্ত অনেক কিছুই অর্জন করতে পেরেছি আপনাদের ভালোবাসায়। কিন্তু নিজের মাকে সম্মানিত হতে দেখতে পেরেছি এটা সন্তান হিসেবে সবকিছুর ঊর্ধ্বে। মাকে নিয়ে বলতে গেলে আমি আসলে সবসময় আবেগপ্রবণ হয়ে যাই। এক কথায় বলতে গেলে আমার সব আয়ু যদি আমার মাকে দিয়ে দিতে পারতাম। সবসময় মাকে ধরে রাখতে চাই। আমরা তো তিন বোন এক ভাই। যখন আমরা শুধু তিন বোন ছিলাম তখন যেটা হতো, আমি তো বোনদের মধ্যে ছোট, আমার যে বড় দুই বোনে আছে ওরা আবার একটু পিঠাপিঠি।’
তিনি আরও বলেন, ‘তো আমার সেই বোনদের সঙ্গে কিন্তু আমার একটু বয়সের গ্যাপ আছে। ছোট বলে তো এমনিতেই একটু ফেবারিট ছিলাম, তার ওপর আম্মুর স্পাই হিসেবে কাজ করতাম। কাজ বলতে বড় দুই বোন পড়ার সময় পড়তো নাকি গল্প করত এসব গিয়ে আম্মুকে বলে দিতাম। পরে যখন আপুরা আমাকে একা পেতো তখন এসে গাল টিপে দিতো আর বলত তুমি কেন এতো পাঁকনামি করো! তো এই খুনসুটিগুলো আমাদের মধ্যে ছিল। মাকে নিয়ে বলতে গেলে আসলে শেষ হবে না কথা। শুধু এতোটুকুই বলি, যা হয়তো সবসময় বলা হয় না, ‘ভীষণ ভালোবাসি মা’। আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা দিনে আমার মাকে এভাবে সম্মানিত করার।’