আধাঘণ্টায় ১০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন

সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মার্চ) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে

আধাঘণ্টায় ১০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন
আধাঘণ্টায় ১০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন

প্রথম নিউজ, ঢাকা : সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মার্চ) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়ে গেছে। আর দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০ শতাংশ প্রতিষ্ঠান। এতে প্রধান সূচক কমেছে ২ পয়েন্ট।

বাজারটিতে প্রায় ১০০ প্রতিষ্ঠান ক্রেতা সংকটের মধ্যে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়েছে।

একদিকে ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়া, অন্যদিকে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের বিপুল বিক্রির আদেশ আসায় যাদের কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা তা বিক্রি করতে পারছেন না।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে ১০ মিনিটের মাথায় সূচক কিছুটা পজিটিভ হয়। কিন্তু তা বেশি সময় স্থায়ী হয়নি।

এক শ্রেণির বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়ালে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট পড়ে যায়।


অবশ্য এরপর সূচক আবার বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ১০৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ক্রয় আদেশের ঘরশূন্য হয়ে পড়েছে ৮৮ প্রতিষ্ঠানের।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ২২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৪৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: