আজ বিএনপির সাবেক ধর্ম সম্পাদক বদরুজ্জামান খসরুর মৃত্যুবার্ষিকী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান খসরুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান খসরুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
২০১৮ সালের ১১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরস্থান জিয়ারত ও দরিদ্র মানুষদের খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বদরুজ্জামান খান খসরু তার নিজ এলাকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে খুব জনপ্রিয় ছিলেন। তিনি ১৯৮৮ সালে যুবদলের সহ-সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
১৯৯২ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হন। সর্বশেষ ২০১৫ সালে জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বদরুজ্জামান খান খসরু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। সে নির্বাচনে জনপ্রিয় এই নেতা প্রায় ৯৬ হাজার ভোট পেয়েছিলেন।
এর আগে ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া বদরুজ্জামান খান খসরু একজন শিল্প উদ্যোক্তা ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম রফতানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠা করেন এবং বিজিএমইএর একজন অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন।
দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতাসহ অনেক স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews