আওয়ামী লীগের জরুরি বৈঠক সন্ধ্যায়
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রথম নিউজ, অনলাইন: কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় নির্বাচন পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের করণীয় চূড়ান্ত করা হবে। পাশাপাশি নির্বাচনে দলীয় ও দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ নিরসন নিয়েও আলোচনা হবে। এ ছাড়া দলীয় বিভাজন ও কোন্দল মেটাতে জেলা সফর, জেলা-উপজেলায় বর্ধিত সভা নিয়েও সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলের কৌশল চূড়ান্ত হতে পারে আজকের সভায়।