আওয়ামী লীগের কাছে গণতন্ত্র হচ্ছে ‘তোমার ভোটও আমি দেবো’: সালাম
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন- ‘‘জনগণ নাকি ভোটের অধিকার ফিরে পেয়েছেন’! আসলে আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের অর্থ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া, ভোটের অধিকারের অর্থ হচ্ছে ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো’’।
শনিবার (২৪ জুন) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচ তলায় খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ পুরো দেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। এরা বিরোধীমত কখনই সহ্য করতে পারে না। ৭২ থেকে ৭৫ সালেও সরকারের বিরুদ্ধে কথা বললে রেহাই ছিল না। তারই ধারাবাহিকতায় বর্তমানও সরকারের আমলেও অন্যায়ের প্রতিবাদ করলে, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললে হামলা-মামলা এমনকি লাশ হতে হয়।
তিনি বলেন, এ আওয়ামী লীগ দেশকে একশ বছর পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি হয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রত্যাখিত হয়ে লুটের টাকা এক দেশ থেকে অন্য দেশে নেওয়া হচ্ছে। অবাধ দুর্নীতি ও একনায়কতন্ত্রের কারণে এ সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে স্বৈরাচারী রাষ্ট্র ও দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত করিয়েছে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক সাইদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সদস্য সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের আহ্বায়ক নেসারুল হক, সদস্যসচিব নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির প্রমুখ।