আওয়ামী লীগ সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে: আমীর খসরু
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রাম নগরের চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ চট্রগ্রাম: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবিধানের সবকিছু লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রাম নগরের চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখা। সেখানে আমীর খসরু বলেন, ‘মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, আইনের অধিকার, বাক্স্বাধীনতা ও গণমাধ্যামের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে। সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে, সবকিছু তারা লঙ্ঘন করেছে। কিন্তু ভোট চুরির বেলায় সংবিধানের দোহাই তারা দিচ্ছে। দিনের ভোট রাতে নিচ্ছে।’
সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না—এমন হুঁশিয়ারি দিয়ে আমীর খসরু বলেন, ‘বাকশাল করার সময় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করে ১৩ মিনিটের মাথায় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে তারা সংবিধান পরিবর্তন করেছে। আবার তারাই বলছে সংবিধানের বাইরে গিয়ে ভোট করা যাবে না। যারা গণতন্ত্র কেড়ে নিয়েছে, আইনের শাসন কেড়ে নিয়েছে, তারা যদি সংবিধানের দোহাই দেয় সেটা চলবে না। সংবিধানের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না।’
আমীর খসরু বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক অনেক কম বলেছে। আপনারা যদি ইতিমধ্যে সাউথ এশিয়ান ইকোনমিস্টের একটি রিপোর্ট দেখেন, সেই রিপোর্টে বলা হয়েছে, গত ছয় মাসে দেশের ২৮ শতাংশ মানুষ এক বেলা না খেয়ে আছে। ৭২ শতাংশ মানুষ ধার করে চলছে। ৫২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার খেতে পারছে না। সুতরাং প্রথম আলোর সাংবাদিক যা বলেছে কম বলেছে। এটাকে বলে নীরব দুর্ভিক্ষ।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম। বিশেষ অতিথির বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন আল রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি শাহাদাত হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব আবদুস সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।