অহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছে ইইউ মিশনগুলো

ইইউ সব পক্ষকে এমন আচরণের জন্য উৎসাহ-অনুপ্রেরণা দিয়ে চলেছে।

অহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছে ইইউ মিশনগুলো
অহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছে ইইউ মিশনগুলো
প্রথম নিউজ, অনলাইন: সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতায় গভীর উদ্বেগ   প্রকাশ করেছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন এবং বাংলাদেশে থাকা ইউরোপীয় ইউনিয়ন-ইইউ জোটের সদস্য রাষ্ট্রগুলোর  কূটনৈতিক মিশনসমূহ। এক যৌথ বিবৃতিতে রোববার ২৭ রাষ্ট্রের ওই জোটের ঢাকাস্থ মিশনসমূহের প্রতিনিধিরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব সহিংসতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করা ছাড়াও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল পক্ষকে শান্তিপূর্ণ এবং আইনানুগ আচরণের তাগিদ দেন। বলেন, ইইউ সব পক্ষকে এমন আচরণের জন্য উৎসাহ-অনুপ্রেরণা দিয়ে চলেছে।
ঢাকাস্থ ইইউ ডেলিগেশনের টুইট বার্তায় সেই উদ্বেগ এবং উৎসাহ প্রদানের বিষয়টি ব্যক্ত করা হয়। উল্লেখ্য, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং সদর দপ্তরের প্রতিনিধি মিলে ৯টি কূটনৈতিক মিশন রয়েছে। বাংলাদেশের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সহযোগিতা কিংবা মানবসৃষ্ট যেকোনো উদ্বেগজনক ঘটনার প্রতিক্রিয়া দেখাতে তাদের যৌথভাবে মুভমেন্টের রেওয়াজ রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: